বটিয়াঘাটা আওয়ামীলীগের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭ তম জন্মদিন উপলক্ষে,আলোচনা সভা ওদোয়া অনুষ্ঠান।
শ্রী নিত্যানন্দ মহালদার, বটিয়াঘাটা, উপজেলা( খুলনা) প্রতিনিধিঃ
গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায়বাংলাদেশ আওয়ামী লীগ বটিয়াঘাটা উপজেলার উদ্দোগে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র ৭৭ তম শুভ জন্মদিন উপলক্ষে, “আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।
কোন প্রধানমন্ত্রী সৎ ও আন্তরিক থাকলে যে দেশের উন্নয়ন হয় তার প্রমাণ শেখ হাসিনা। শুধু আন্তরিকতা বা সততায় শেখ হাসিনার শক্তি না। তিনি বিশ্বাস করেন আমরা পারি, বাঙালীরা পারে। শেখ হাসিনা বার বার একটি কথা বলেন, আমরা যেহেতু মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছি-
তাই কোন বিজয়ী জাতি কখনো মাথা নত করে থাকতে পারেনা। এই একটি মন্ত্রই শেখ হাসিনার হয়তো মূলমন্ত্র। রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার অসম সাহস ও দৃঢ়চেতা মনোবলের কারণেই যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর হত্যার রায় কার্যকর এবং জঙ্গিবাদ দমন করা সম্ভব হয়েছে। একমাত্র শেখ হাসিনা নেতৃত্বে রয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সততা, মেধা, দক্ষতা ও গুণাবলিতে সমসাময়িক বিশ্বের অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম খান ও অনুষ্টানটব সঞ্চালনা করেন, দিলিপ হালদার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য।বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রায়।যুবলীগের আহবায়ক অনুপম বিশ্বাস। মোশারফ হোসেন মুসা।জলমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নারায়ণ চন্দ্র, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্র নেতা অরিন্দম গোলদার, বিদ্যুৎ রায়,ওহিদুজ্জামান শেখ প্রমুখ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।