দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৫ দিন পর আবু কালামের মরদেহ উদ্ধার।
Spread the love

দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৫ দিন পর আবু কালামের মরদেহ উদ্ধার।

মোহাম্মদ হেকমত আলী প্রতিনিধি পঞ্চগড়।

 

দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৫ দিন পর আবু কালামের মরদেহ উদ্ধার,,পঞ্চগড়ের দেবীগঞ্জে বুড়ি তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৫ দিন পর মোঃ আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ থেকে উদ্ধার করা হয়েছে।বুধবার ( ২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২ টায় দেবীগঞ্জ-উপজেলার ৭ নং টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী হুসেইনের ঘাট নামক এলাকায় বুড়ি তিস্তা নদীর ধারে মোঃ আবুল কালামের মরদেহ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ।

মোঃ আবুল কালাম(৪৫) ১ নং চিলাহাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভাউলাগঞ্জ তেলিপাড়া গ্ৰামের মৃত রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৩-৪ মধ্যে ১ নং চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ী স্লুইস গেটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোঃ আবুল কালাম। ভোর হয়ে গেলেও তাকে খুঁজে পাওয়া না গেলে পরের দিন ফায়ার সার্ভিস কে খবর দেন স্থানীয়রা। দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। অনেক খোঁজাখুঁজি করেও আবু কালামের মৃত দেহ পাওয়া যায় নি।।

এদিকে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টায় সময় ৭ নং টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বটতলী হুসেইনের ঘাট নামক এলাকায় বুড়ি তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় এলাকাবাসী একটি মরদেহ ভেসে থাকতে দেখে। পরে তারা দেবীগঞ্জ থানায় প্রশাসন কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে দেবীগঞ্জ-থানা পুলিশের একটি টিম মৃত ব্যক্তি আবু কালাম এর মরদেহ উদ্ধার করে।।

এবিষয়ে দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান,, নদী থেকে উদ্ধার করা মরদেহটি নিখোঁজ মোঃ আবুল কালামের বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031