রুমা বটতলীপাড়ায় অন্যের বাগানের গাছ কাটা নিয়ে একজন গুরুতর আহত
উবাসিং মারমা রুমার প্রতিনিধি
আজ ২৭/০৯/২০২৩ ইং আনুমানিক সকাল ১০ টা সময় শিমিয়ন এিপুরা গ্রাম( রয়েল পাড়া) ২ – ৩ জন লোক ব্যক্তি তাকে ব্যবহৃত দাউ দিয়ে আঘাত করেন। আঘাত পাওয়া ব্যক্তিটি সেখানে পড়ে থাকেন।পরে গ্রামবাসী তাকে তুলে নিয়ে আসেন। তাকে রুমার স্বাস্থ্য কমপ্লেক্স সদর হাসপাতালে ভর্তি করেন।
তার হাতে, গলা, মাথায় অনেক আঘাত পান।বিস্তারিত জানতে পারলাম, রয়েল পাড়া বাসিন্দা থেকে তাদের বক্তব্য ছিল। মংমে মারমা, বাড়ি, বটতলীপাড়া, ব্যক্তিদের বাগানে নাকি গাছ কাটতে গেছিল তারা ছিল দুই থেকে তিনজন, তারা প্রকাশ করেন । পাহাড় দশা পাশে জায়গাতে নাকি সেগুন গাছ ছিল, সেটা নাকি কেটে বাসা নেওয়ার জন্য চেষ্টা করছিল। ওই সেগুন গাছের জায়গার মালিক ছিলেন মংমে। তাদের নাকি দুইপক্ষের জায়গা নিয়ে দু-একবার সালিশ নাকি বসেছে। বর্তমান উপজেলা চেয়ারম্যান কাছে। তিনি বিচারটি রায় দিয়ে দুইপক্ষের সমাধানে আসে, গ্রামবাসী এবং আঘাত পাওয়ার ব্যক্তির মায়ের বক্তব্য ছিল। এখন আহত ব্যক্তি কে বান্দরবান হসপিটালে পাঠানো হয় চিকিৎসার জন্য। সেখান থেকে নাকি মালুরঘাট নিয়ে যাওয়া হচ্ছে সুচিকিৎসা করার জন্য গ্রামের বাঁশি বক্তব্য ছিল। মূলত ঘটনাটি মংমে মারমা বাগানে গাছ কাটার বিষয় নিয়ে বিষয়টি।আরো রয়েল পাড়ার বাসিন্দা বক্তব্য ছিল দুইজন ব্যক্তিকে নাম জানা নাই। চিনেন না,বটতলীপাড়া এবং সাধারণ জনগণের বক্তব্যে জানা যায়। শিমিয়ন ত্রিপুরাকে দু-একবার বলা হয়েছে গাছ না কাটার জন্য ঘটনার পূর্বে সাধারণ মানুষের বক্তব্য।কথা নাকি শুনেননি। সাধারণ জনগণের কথা অন্যের গাছ কিভাবে সে ভোগ করতে পারে মালিক না হয়ে। এমন কিছু বক্তব্য ছিল এবং খবর নিয়ে জানতে পারলাম রোগী রোগীকে মালংঘাত ও রেফার করা হচ্ছে চট্টগ্রামের।