কালিয়াকৈরের বলিয়াদী আঞ্চলিক কার্য্যালয়ে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন।
বাংলাদেশ আওয়ামী লীগ, কালিয়াকৈর উপজেলা শাখার, বলিয়াদী আঞ্চলিক অফিসে, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করা হয়েছে।শ্রীফল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো:ফরহাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিদুল কবির শিপলু, আঞ্চলিক কার্য্যালয়ে জন্মদিন পালনের ব্যবস্থা গ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মো :রেজাউল করিম রাসেল। স্থানীয় মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন। প্রধানমন্ত্রী, দেশ ও জনগনের মংগল কামনা করে দোয়া করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তি ও সুশিল সমাজের ব্যাক্তিবর্গ, প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক কেটে দিবসটি উদযাপন করেন।প্রধান অতিথি তার শুভেচছা বক্তৃতায় প্রধানমন্ত্রীর দির্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনে আওয়ামী লীগের প্রার্থীর জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এবং নিজে যেন নৌকা মার্কা অর্জন করে এলাকার মানুষের সেবা করতে পারেন, সে লক্ষ্যে সবার দোয়া ও সমর্থন কামনা করে, অনুষ্ঠানের সমাপ্তি টানেন।