
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে সুপার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ১৪ নং চিৎলা ইউনিয়নে বৃহস্পতিবার বিকাল ৪টার সময় রুইথনপুর ফুটবল মাঠে চিৎলা সুপার লীগ ( সি, এস,এল) ফুটবল টুর্নামেন্টের ৪র্থ আসরের ফাইনাল খেলা জাতীয় সংগীতের মাধমে অনুষ্ঠিত হয়
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ হাসানুজ্জামান সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎলা ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ মিরাজুল ইসলাম বেল্টু,মোঃ নিজামুদ্দীন ও সি এইচ আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মোকলেচ,উজ্জ্বল, জহুরুল, শেরেকুল, রুহুল আমিন ও জুরাইল প্রমুখ।
খেলায় অংশ গ্রহণ করেন সাদ্দাম সুপার কিংস একাদশ ও অভাবি দরবার স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের মধ্যে সাদ্দাম সুপার কিংস ২-০ গোলে অভাবী দরবার স্পোর্টিং ক্লাব একাদশকে পরাজিত করে ৩য় বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন মোঃ মোনায়েম হোসেন।
পরবর্তীতে মোঃ মাসুদ রানার সঞ্চালনায় পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন সিঙ্গাপুর প্রবাসী মোঃ হাসানুজ্জামান সবুজ ও সি এইচ আর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ সোহেল রানা তুহিন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাসানুজ্জামান সরোয়ার বলেন, ” একমাত্র খেলা ধুলায় পারে যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে। তাই মাদক রূখতে এমন আয়োজনের কোন বিকল্প নেই। “