বরিশাল সিটি কলেজ এর উদ্যাগে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
এম কে কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি,
বরিশালে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর বেলা ১২টায় বরিশাল নগরীর সরকারি সিটি কলেজ মিলনায়তনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর অবদান, ভূমিকা ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য নিয়েও আলোচনা করা হয়।মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মোঃ মশিউর রহমান খান সভাপতি সরকারি সিটি কলেজ।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কলেজের শিক্ষার্থীদের নিয়ে কিরাত, হামদ, নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ মশিউর রহমান খান ।