বাউফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন
সোহেল প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার বড় সন্তান শেখ হাসিনা। ১৯৮১ সাল থেকে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি তিনি।
আজ বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে দিনটি পালন করেছে সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াললী বক্তব্য দেন পটুয়াখালী দুই বাউফল আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ ।তিনি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু দিয়েছেন বাংলাদেশ আর বাংলাদেশকে সাজিয়েছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান , জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ , উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন খান, সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার প্রমুখ।
অপরদিকে কেক কাটা, ৭৭ টি বৃক্ষ রোপন, ৭৭ জন হাফেজ দ্বারা ৭৭ বার কোরআন খতম ও দোয়া মিলাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন করলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জসিম উদ্দিন ফরাজী, আওয়ামীলীগ নেতা এস এম ইউসুফ, দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মস্তফা , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হাসান ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ।