বরিশাল হিজলায় পক্ষকাল ব্যাপী রাষ্ট্রীয় মর্যাদায় ঐতিহাসিক আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বরিশাল হিজলা উপজেলায়, গুয়াবাড়ীয়া রহমানিয়া ভান্ডারিয়া দরবার শরীফ, সৈয়দ আনিসুল উলূম সুন্নিয়া দাখিল মাদরাসার মাঠে আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৭ শে সেপ্টেম্বর ২০২৩ ইং ১১ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী রোজ বুধবার বাদ আসর হতে মধ্য রাত পর্যন্ত, সৈয়দ আনিসুল উলূম সুন্নিয়া দাখিল মাদরাসার মাঠে মিলাদ শরীফ ও আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা মুফতী যোবায়ের আহমদ ফাতেহী বিন হোসাইনী, আরবী প্রভাষক আদমপুর ফাজিল মাদ্রাসা বিজয়নগর বি- বাড়িয়া ৷
বিশেষ আলোচক হিসাবে ছিলেন, হযরত মাওলানা মোহাম্মাদ রেজাউল করীম (কামিল হাদীস) সুপার : সৈয়দ আনিসুল উলূম সুন্নিয়া মাদরাসা হিজলা বরিশাল ৷
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন : আলহাজ্ব সুফী মোহাম্মাদ মোকফর উদ্দিন আকন, আল-মাইজভান্ডারী,গুয়াবাড়ীয়া রহমানিয়া দরবার শরীফ ৷
ব্যাবস্থাপনায় ছিলেন : পবীত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন পরিষোধ হিজলা বরিশাল ৷