দামুড়হুদা সীমান্তে গু*লিতে গেল বাংলাদেশির প্রাণ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তে এক বাংলাদেশিকে গু*লি করে হ*ত্যার তথ্য মিলেছে।প্রাণ হারানো ব্যক্তির নাম রবিউল হক। ৪০ বছর বয়সী এই ব্যক্তি উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের বাসিন্দা।
বুধবার রাতে উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয় থেকে জানানো হয়েছে।ব্যাটালিয়নের অফিসিয়াল নম্বরে ফোন করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঠাকুরপুর সীমান্তে একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা লাশ ফেরত চেয়েছি।”কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম সাংবাদিকদের বলেন, “রবিউল বুধবার রাতে মালামাল পারাপার করতে সীমান্তে গিয়েছিলেন। ঠাকুরপুর সীমান্তের ৯২ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফের গুলিতে তিনি নিহত হন বলে পরিবার জানিয়েছে। তারা মরদেহ ফেরত আনার আকুতি জানিয়েছেন।”