নওগাঁ মান্দায় আত্রাই নদীতে উজান থেকে পানি নেমে আসায় বিপদসীমার ২০সেঃমিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
Spread the love

নওগাঁ মান্দায় আত্রাই নদীতে উজান থেকে পানি নেমে আসায় বিপদসীমার ২০সেঃমিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

 

 

দীর্ঘ দিন থেকে নদী সংস্কারের অভাবে নদীর ধারে উপছে পরছে পানির স্রোত এতে বিপাকেনদী সংলগ্ন এলাকার মানুষ, আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। দীর্ঘদিন থেকে নদীর সংলগ্ন বেরিবাদ গুলো সংস্কার না হওয়ায় মান্দার প্রায় সবগুলো ভেঙ্গে গিয়ে বেরি বাঁধের ভিতরে বসবাসকারী মানুষ, গবাদিপশু নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

পানি বাড়ার সাথে সাথে বেড়িবাঁধ গুলো একের পর এক ভাঙতে থাকে ফলে নদীর পানি প্রবেশ করে ২ হাজার পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। শতশত হেক্টর জমির ধান নষ্ট হয়েছে,পুকুরের মাছ হারিয়ে নিঃশ্ব হয়েছে খুদ্র উদ্যোক্তারা।
এদিকে মহাদেবপুর বেঁড়ি বাধ,মান্দার দ্বারিয়াপুর, নূরুল্যাবাদ,মসলোটা পাড়া,মন্ডলপাড়া,দেওয়ানপাড়া,সাজিপাড়া,ও কয়লাবাড়ি বেঁড়ি বাধ ভেঙ্গে শতশত বাড়িঘর পানি বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে এলাকা বাসী।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আনজুমান বানু, সহকারী কমিশনার ভূমি জাকির মুন্সি, প্রকল্প কর্মকর্তা রেজাউল ইসলাম সহ মান্দা উপজেলা চেয়ারম্যান মোল্লা মোঃ এমদাদুল হক ঘটনা স্হল পরিদর্শন শেষে
প্রত্যেক বাড়িতে ১০ কেজি করে চাল বরাদ্দ দেন।প্রয়োজনে যে কোন ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ খবর

নওগাঁ মান্দায় আত্রাই নদীতে উজান থেকে পানি নেমে আসায় বিপদসীমার ২০সেঃমিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031