ঐক্য অনেক বড় শক্তি। যা প্রমাণ করলো পবহাটির ১ নং ওয়াড বাসির জনগণ
১ নং ওয়ার্ডের পবহাটির প্রানের দাবি ঝিনাইদহ পৌর মডেল কলেজ,,,ঝিনাইদহ পৌর মডেল কলেজ এর জন্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল (দাদা ভাই) সাত কোটি টাকা পৌর মডেল কলেজ এর জন্য অনুদান প্রদান করেছেন।
সেই সাথে আরো পৌর সভার মেয়র কাইয়ুম শাহরিয়ার হিজল ভাই ঘোষণা দিয়েছেন,,,,
বহুতলা বিশিষ্ট পৌর মার্কেট করে দেবেন, ১ নং ওয়ার্ড পবহাটি পৌর মডেল কলেজ এর পাশে। সেই প্রতিশ্রুতি দিয়েছেন ১ নং ওয়ার্ড পবহাটিবাসীর কাছে।
১ নং ওয়ার্ডের পবহাটির প্রানের দাবি পৌর মডেল কলেজ যেই স্থানে হওয়ার কথা ছিল সেই স্থানেই হবে মেয়র মহোদয় কথা দিয়েছেন,
আমাদের সকলের দাবি মেনে নিয়েছে ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য মেয়র কাইয়ুম শাহরিয়ার হিজল ভাই আরো ঘোষণা দিয়েছেন,
সামনের বছর জানুয়ারি থেকে পৌর মডেল কলেজ এর কাজ শুরু হবে ইনশাআল্লাহ ১ নং ওয়ার্ড পবহাটিবাসীর পক্ষ থেকে নাসের শাহরিয়ার জাহেদী মহুল (দাদা ভাই) ও পৌর সভার মেয়র কাইয়ুম শাহরিয়ার হিজল ভাইকে লাল গোলাপ শুভেচ্ছা মেয়র মহোদয়ের জন্য।
পবহাটিবাসীর পক্ষ থেকে জাহেদী পরিবারের দীর্ঘ আয়ু কামনা দোয়া ও শুভকামনা রইলো আগামীর জন্য।