পিরোজপুর কাউখালীতে স্কুল শিক্ষক নিখোঁজ
নুরুজ্জামান খোকন কাউখালী।
পিরোজপুর কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষক নিখোঁজ রয়েছে। কাউখালী উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ৩৪নং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু উজ্জ্বল কুমার হালদার গত ২০ সেপ্টেম্বর স্কুলে হাজিরা খাতায় সই করে ক্লাস শেষে ছুটির পরে বিদ্যালয় ত্যাগ করেন।এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদ্মা রানী দত্তের কাছে জানতে চাইলে তিনি জানান ২১ সেপ্টেম্বর থেকে শিক্ষক উজ্জ্বল কুমার হালদার অনুপস্থিত রয়েছেন।এ ব্যাপারে উজ্জ্বল হালদারের পিতা:-নির্মল হালদার ও তার মা জানান গত ২১ সেপ্টেম্বর থেকে আমাদের ছেলে নিখোঁজ রয়েছেন,এ ব্যাপারে কাউখালী থানায় একটি নিখোঁজ জিডি করা হয়েছে। তার মোবাইল বন্ধ পাচ্ছি,কোথায়ও খুুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বয়স্ক মানুষ। সরকারের ও প্রসাশনের কাছে অনুরোধ আমরা যেন ছেলেকে ফিরে পাই।এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মনিবুর রহমান বলেন, উক্ত শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। তিনি আরো বলেন সরেজমিনে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলাপ শেষে সত্যতা ও বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি, আপাতত তার বেতন ভাতা স্থগিত করা হয়েছে।এ ছাড়াও কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে।