চুয়াডাঙ্গায় মীর সিমেন্ট শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লীগ উপলক্ষে ডিএফ এর প্রেস ব্রিফিং।
ইসলাম রকির, চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৭-০৯-২৩):চুয়াডাঙ্গা হোক ফুটবলের রোল মডেল। ফিরিয়ে আনা হবে চুয়াডাঙ্গা ফুটবলের সোনালী অধ্যায়” এ স্লোগান কে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক মীর সিমেন্ট শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লীগ উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে প্রেস বিফিনের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের তরুণ সভাপতি সাবেক ফুটবলার এখলাস উদ্দিন সুজন। এ ছাড়া প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাবেক কৃতি ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সহ-সভাপতি ইমরান হুসাইন, সাবেক ফুটবলার এফসির সাবেক কোচ সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, নির্বাহী সদস্য শেখ রাসেল, শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লীগের টাইটেল স্পন্সর মীর সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং রবিন হোসেন, মেঘনা লাইফ ইন্সুরেন্সের চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ব্যবস্থাপক রাজু আহমেদ সহ প্রথম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী টিমের অধিনায়ক ও কর্মকর্তাগণ। প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন সুজন বলেন, চুয়াডাঙ্গার ৯টি টিম নিয়ে প্রথম বিভাগ ফুটবল লিগ আগামী ২৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে শুরু হবে। এছাড়া চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার ফুটবলকে ঢেলে সাজানোর জন্য পাঁচ বছর মেয়াদী একটি দিনপঞ্জি করা হয়েছে। সেই দিনপঞ্জির তালিকা অনুযায়ী প্রথম বিভাগ ফুটবল লিগ অনুষ্ঠিত হচ্ছে। এরপর ( সেকেন্ড ডিভিশন) দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ও প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে জেলার চারটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় খুঁজে বের করে তাদেরকে খেলায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। এভাবে চুয়াডাঙ্গার হারানো ফুটবলকে ফিরিয়ে আনার জন্য একটি পাইপ লাইন তৈরি করার কাজে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কে কাজে লাগানো হবে। সাংবাদিক বন্ধুরা যদি চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে থাকেন তাহলে জেলার ফুটবল উন্নয়নে যা যা প্রয়োজন সেটি আমরা করার সর্বাত্মক চেষ্টা করবো। প্রশ্ন উত্তর পর্ব শেষে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম বিভাগে অংশগ্রহণকারী ৯টি দলের জার্সি প্রদর্শন করা হয়।
সাংবাদিকদের পক্ষ থেকে চুয়াডাঙ্গা ডিএফ এর বিভিন্ন কার্যক্রম বিষয়ে প্রশ্ন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক প্রকাশক সরদার আল আমিন,বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি দৈনিক পশ্চিম অঞ্চলের সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি,বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি দৈনিক মাথাভাঙ্গার স্পোর্টস রিপোর্টার ও দৈনিক আমার সংবাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি ইসলাম রকিব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, বাংলাদেশ সতীনের চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আখতার , ৭১ টিভির এম এ মামুন,জিটিভির সাংবাদিক রিফাত রহমান, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহরাব বিন সানভী প্রমূখ।
উল্লেখ্য আগামী ২৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে শেখ রাসেল প্রথম বিভাগ ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে লীগের উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. কিসিঞ্জার চাকমা।