নীলফামারীতে মেয়ের বাড়িতে বেড়াতে এসে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আজিজুল ইসলামের লা*শ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার বিকেলে নীলফামারীর সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের বুড়িখোড়া নদী থেকে তার লা*শ উদ্ধার করা হয় ।মৃত আজিজুল ইসলাম সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারী এলাকার আজগর আলী ছেলে।
স্হানীয়রা জানান আজিজুল ইসলাম সোমবার বিকেলে তার মেয়ের বাড়িতে বেড়াতে আসলে মেয়ের বাড়িতে থাকা পাক জাল দিয়ে বুড়িখোড়া নদীতে মাছ ধরতে গেলে জাল সহ পানিতে ডুবে নিখোঁজ হন পরে আমরা স্হানীয়রা বিষয় টি সদর উপজেলার ফায়ার সার্ভিসকে অবগত করি তারা এসে লাশ উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে এবং আজ বুধবার বিকেলে তার লাশ উদ্ধার করতে সক্ষম হয় তারা ।
বিষয় টি নিশ্চিত করে নীলফামারী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মিয়ারাজ জানান আমরা জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পাওয়া মাত্র এখানে ছুটে আসি এবং রংপুর থেকে বিভাগীয় ডুবুরি টিম নিয়ে আসি এবং উদ্ধার অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনাকালীন সময় আজ বিকেলে তার লাশ উদ্ধার করতে আমরা সক্ষম হই । লাশ উদ্ধার করে আমরা তার পরিবারের নিকট হস্তান্তর করি।