এমপি জোয়াহেরুল ইসলাম এর কাকড়াজান ইউনিয়নে গণসংযোগ ও পথসভা
টাঙ্গাইল -৮(বাসাইল সখীপুর) আসনের জাতীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন।
২৭ সেপ্টেম্বর(বুধবার)সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের প্রথমে খুংগারচালা বাজারে সকাল ১০ টায়, ইন্দারজানী বাজারে ১১ টায়,
গোবরচাকা ফুলবাগ মাদ্রাসায়১১.৩০ মিনিটে,বৈলারপুর বাজারে১২:৩০ মিনিটে,হামিদপুর১ টায়,
পলাশ তলী বাজারে-১:৩০ মিনিটে,বাঘের বাড়ী বাজারে
২ টায়,সাপিয়া চালা ৩ টায়,দূর্গাপুর ৪ টায়,বুড়িচালা ৪:৩০মিনিটেদিঘির চালা৫:৩০ মিনিটে,তৈলধারা বাজারে, ৬:৩০ মিনিটে ও মহানন্দপুর বাজারে৭:৩০ মিনিটে গণসংযোগ ও পথসভায় যোগ দেন এমপি জোয়াহেরুল ইসলাম।
এসময় বিভিন্ন পথসভায় এমপি জোয়াহেরুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে যেসকল উন্নয়ন মূলক কর্মকান্ড সমূহ সমাপ্ত হয়েছে তা অন্য সরকারের সময়ে হয়নি,বাসাইল সখীপুর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
আমি নেতা না, আমি জননেত্রী শেখ হাসিনার কামলা, আওয়ামী লীগের কামলা হিসেবে যদি ভালো কাম করে থাকি তবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়ে অবশ্যই আপনাদের কাছে পাঠাবেন ইনশাআল্লাহ।
আমি কামলা হিসেবে আমার কাজের মজুরী চাই,উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিবেন। আপনারা এখন থেকেই বিএনপি জামাতের অপরাজনীতিকে কঠোর ভাবে প্রতিহত করবেন।
এছাড়াও এমপি জোয়াহেরুল ইসলাম এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,সখীপুর পৌরসভার মেয়র ও ঢাকা বিভাগীয় ম্যাপ আঞ্চলিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ চর্চাপদ গবেষক আলিম মাহমুদ,জেলা পরিষদ সদস্য মোঃ আনোয়ার তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতায়োর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না,
যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান,
সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি আরিফ সরকার,
কাকড়াজান ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন,কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন,দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনসারুল হক আসিফ,বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ হোসেন,গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন খান,
আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম নবু,ডাঃ দেলোয়ার হোসেন তালুকদার,উপজেলা আওয়ামী যুবলীগের সিঃ যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ,যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ,যুবলীগ নেতা মনজুরুল ইসলাম মঞ্জু,নাহিদ,উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক রাসেল আল মামুনসহ কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আঃ খালেক মাস্টার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের বিএসসি,সহসভাপতি ডিএম শফিকুল ইসলাম লেবু,আঃ মান্নান সিকদারসহ স্ব স্ব ওয়ার্ডের মেম্বার গণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।