পাইকগাছায় ২ চুরি মামলার আসামি সহ অন্যান্য মামলায় আটক- ৪
খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে চুরি মামলার ২ আসামি’সহ অন্যান্য মামলায় চার জনকে ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, কারেন্ট এর মালামাল চুরি মামলায় মঙ্গলবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা গ্রামের মোঃ কবির গাজীর ছেলে মোঃ আহম্মাদ আলী গাজী ও ধামরাইল গ্রামের মোঃ সামছুর সরদারের ছেলে মোঃ রুবেল গাজীকে আটক করা হয়। অপরদিকে পরোয়ানাভুক্ত ব্যাক্তিরা হলেন, কুমখালী গ্রামের পরিমল বৌদ্ধর ছেলে অংকুশ মন্ডল ও গড়েরআবাদ গ্রামের পাগল মোল্লার ছেলে মোঃ রহমত আলী মোল্লাকে আটক করেছে থানা পুলিশ।
উল্লেখিত বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর কাছে জানতে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি মামলার ২ আসামি সহ সকল আসামিদের বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিউ: ৪৫