১০ নং নুরুল্যাবাদ ইউপির বন্যায় প্লাবিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
মান্দা উপজেলায় অতিবৃষ্টি এবং আত্রাই নদীর পানি প্লাবিত হয়ে পানিবন্দী দুর্গত পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
আজ ২৭/০৯/২৩ ইং রোজ বুধবার বিকালে ২ ঘটিকায় নুরুল্যাবাদ জোতবাজার ও দক্ষীন নুরুল্যাবাদ শাহ পাড়া এবং পারনূরুল্যাবাদ (মুসলুটা পাড়া) মোড়ে তিন শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাউল প্রদান করেন।
চাল নিতে আসা একজন বলেন, কয়েক দিন থেকেই বন্যার পানিতে ডুবে আছি আজ ১০ কেজি চাউল পেয়েছি অনেকটায় খুশি আমি সহ আমার পরিবার।
এ ব্যাপারে নুরুল্যাবাদ ইউপি ৯ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম জানান, বন্যা কবলিত পরিবারের জন্য সকল ধরনের সাহায্য করা হবে।
১০ নং নুরুল্যাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান আবু সাইদ জালাল চঞ্চল বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ভিউ: ১৩৫