অবশেষে বরিশালের পাইকারি বাজারে আলু বিক্রি শুরু হয়েছে
এম কে কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি,
বরিশালের পাইকারি বাজার থেকে আলু বিক্রি শুরু করেছে আড়তদাররা।সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি না করার কারণে গত বৃহস্পতিবার থেকে নগরীর আড়তগুলো আলু শূন্য হয়ে পড়ে।
নিত্য প্রয়োজনীয় সকল পন্যের দেখা মিললেও কোন আড়তে মিলেনি আলুর দেখা।বরিশাল নগরীর ফরিয়াপট্টি এলাকার আড়তদার মোঃ মিরাজ বলেন,বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সাথে আড়তদাররা সৌজন্য সাক্ষাৎ করেন এবং তিনি সকলকে সহনীয় দামে আলু বিক্রির জন্য পরামর্শ দেন।আলু ক্রয় বিক্রয়ের রশিদ সঙ্গে রাখার নির্দেশ দেন।তার আশ্বাসের প্রেক্ষীতে সোমবার দুপুর থেকেই আলু বিক্রি শুরু করেছেন সকল আড়তদাররা।ভূইয়া বাণিজ্যালয়ের মালিক বাচ্চু ভূইয়া বলেন,পাইকারি বাজারে প্রতি কেজি আলু ৩৮-৪০ টাকা ও খুচরা বাজারে ৪৫ টাকা দরে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই সিদ্ধান্ত অনুযায়ী মুন্সীগন্জ ও রাজশাহী অঞ্চল আলু বোঝাই ট্রাক বিকালের মধ্যে আড়তে এসে পৌঁছায়।শুরু হয় হরদম কেনা-বেচা।আলু বিক্রির খবর শুনে সাধারন মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।আর আলু না থাকায় আড়তে সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিলো শ্রমিকরা অবশেষে পুনরায় তাদের মুখে হাসি ফুটে উঠেছে।