বা-আরস এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনাসভা
Spread the love

 

বা-আরস এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনাসভা

 

 

মো: দেলোয়ার হোসাইন, সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি

 

রক্তের সংগঠন বা-আরস এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক কেক কর্তন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে কেক কর্তন অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাসভা ও কেক কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বা-আরস এর উপদেষ্টা পরিষদের উপদেষ্টা, লেখিকা ও উপাধ্যক্ষ নাসরীন সুলতানা রেখা, বা-আরস উপদেষ্টা কমিটির উপদেষ্টা ও সেচ্ছাসেবী নূর ইসলাম নূর, উপদেষ্টা কমিটির উপদেষ্টা জসিম মিয়া, বা-আরস এর প্রিয়জন ও সেচ্ছাসেবী আমিনুল ইসলাম আকাশ।

এ সময় বা-আরস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সেচ্ছাসেবী আল আমিন মোহ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সেচ্ছাসেবী জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বা-আরস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আহনাফ ইসলাম মিশুসহ বা-আরস এর কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন শাখার কমিটির সদস্য ও সেচ্ছাসেবীদের মধ্যে হুমায়ুন কবীর, আরিফ ইসলাম রিফাত, রায়হান মন্ডল, রুশান, রাকিব, সাজেদুল ইসলাম, শামীম ইসলাম, রবিন মিয়া, তাজরুল ইসলাম, আয়মান আহমেদ রিফাত, সজল ইসলাম, আবু জিনাত মারুফ, শয়ন কুমার, নাফিম প্রামাণিক, অর্ক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্র রক্তদাতা ও সেচ্ছাসেবীদের সংগঠন ‘বাংলাদেশ আমরি রক্তদাতা সংসদ’ ‘বা-আরস’। ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর বা-আরস এর মানবিক যাত্রা শুরুর পর গেলো এক বছরে বা-আরস এর পক্ষ থেকে সারাদেশে ৩২৫ ব্যাগ রক্তদান সম্পন্ন হয়েছে। এছাড়াও সারাদেশে বা-আরস এর ৬০০+ সদস্য সংখ্যা রয়েছে। সবার সহযোগিতা ও ভালোবাসায় বা-আরস এর পথচলা আরও সুন্দর ও গতিশীল হবে এমন প্রত্যাশা সংগঠনটির সকলের।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031