হার্ট ও ফুসফুস রোগে আক্রান্ত শিশুর জীবন বাঁচাতে সহযোগিতার আকুতি বাবার
Spread the love

হার্ট ও ফুসফুস রোগে আক্রান্ত শিশুর জীবন বাঁচাতে সহযোগিতার আকুতি বাবার।

মোঃহাসানুর জামান বাবুু,চট্টগ্রাম প্রতিনিধি।

তিন বছরের শিশু নাঈমুদ্দীন নিশার। এই বয়সে তার চুটে চলার কথা বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে। কিন্তু তার বদলে তাকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে বাবা-মায়ের। এই কোমলমতি শিশু জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত। এছাড়া তার ফুসফুসেও রয়েছে জটিলতা। সন্তানের চিকিৎসায় নিজের সর্বস্ব সম্বলও বিক্রি করা হয়ে গেছে বাবা মহিম উদ্দীনের। তারপরেও ছেলেকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে আর্থিক সহযোগিতার আকুতি জানিয়েছেন তিনি।

নাঈমুদ্দীন নিশার চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ হুলাইন ৩ নম্বর ওয়ার্ডের আহমদ হোসেনের বাড়ির মহিম উদ্দিনের ছেলে। তার বয়স ২ বছর ১১ মাস বয়স।

বাবা মহিম উদ্দিন বলেন, আমার তিন সন্তানের মধ্যে নাঈমুদ্দীন নিশার দ্বিতীয় সন্তান। তার জন্মের তিন মাস পর থেকে ফুসফুসের রক্তনালী ব্লক ও হার্ডের বাল্ব ১টি ছিদ্র। সেই সময় থেকে আড়াই বছর ধরে এই সন্তানের চিকিৎসার জন্য আমার অটোরিকশাও বিক্রি করে দিয়েছি। কিন্তু বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য ভারতে যাবার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য প্রায় সাত থেকে ১০ লাখ টাকা প্রয়োজন হতে পারে।’

তিনি বলেন, ‘বর্তমানে ভাড়ায় অটোরিকশা চালিয়ে এতো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। বড় সন্তান সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। সন্তানের জন্য আকুতি নিয়ে সরকারি-বেসরকারি দাতা সংস্থাসহ দানশীল মহানুভব ব্যক্তি দেশ ও বিদেশের সকলের নিকট আবেদন করছি। আমার সন্তানের আরোগ্যর জন্য সকলের সহযোগিতা চাই।’

সহায়তা পাঠাতে পারেন বিকাশ নম্বর-০১৮১৮-৬৯৯০৫৮, নগদ নম্বর- ০১৮৯১-৬৪৫৭৫৬ এ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728