নীলফামারীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের লাশ উদ্ধার
Spread the love

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের লাশ উদ্ধার

 

নীলফামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ২ জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার কারী টিম।

গতকাল বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদ খানা ইউনিয়নের কাটগাড়ি ক্যানেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় অষ্টম শ্রেণী পড়ুয়া তারাগন্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ ইসলাম (১৫)।

সোহাগ ইসলাম চাঁদ খানা ইউনিয়নের কাটগাড়ি পন্ডিত পাড়া মনজিল কাদেরের ছেলে।

আজ দুপুরে তাকে উদ্ধার করে তারাগন্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধার কারী টিম।

এদিকে সোমবার বিকেলে নীলফামারীর সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নে মেয়ের বাড়িতে গিয়ে বুড়িখোড়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় আজিজুল ইসলাম (৫৫) নামে ব্যক্তি।

নিখোঁজ আজিজুল ইসলাম সদরের পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারী এলাকার আজগর আলীর ছেলে ।

স্হানীয়রা জানান আজিজুল ইসলাম আজ সোমবার তার মেয়ের বাড়িতে আসলে তার মেয়ের জন্য নদীতে মাছ ধরতে গেলে নদীতে তলিয়ে যায় তখন আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে উদ্ধার অভিযান শুরু করে ।

তবে এখন পর্যন্ত তার লাশ উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের উদ্ধার কারী টিম।

এদিকে বিষয়টি নিশ্চিত করে চাঁদ খানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজার রহমান যাদু বলেন ঘটনাটি আসলে একটি দুংখ জনক তবে সেখানে আজ দুপুরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার কারী টিম সোহাগের লাশ টি উদ্ধার করে।

তিনি আরো বলেন সম্প্রতি নীলফামারী জেলায় উদ্বেগ জনক হারে বেড়ে গেছে নদী বা পুকুরে ডুবে নিখোঁজ বা মারা যাওয়ায় ঘটনা তাই আমি অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করবো আপনারা একটু সর্তক্য হোন।

এদিকে উদ্ধার কারী ফায়ার সার্ভিসের টিমের সাথে কথা হলে তারা জানান আমরা সংবাদ পাওয়া মাত্র ঘটনা স্হলে ছুটে আসি এবং উদ্ধার অভিযান পরিচালনা করি তবে গতকাল রাত গভীর হওয়ার কারনে আমরা উদ্ধার অভিযান বন্ধ করি।

আজকে আবারও অভিযান পরিচালনা করলে তার লাশ উদ্ধার করতে আমরা সক্ষম হই।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031