খুলনার পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত।
সভায় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল,
কওছার আলী জোয়াদ্দার, শাহজাহা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস, পুলকেশ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান,
পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, সহকারী শিক্ষা অফিসার মীর্জা আলমগীর, পল্লী স য় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত।
সভায় ৩ বার জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হওয়ায় ওসি রফিকুল ইসলামকে অভিনন্দন জানানো হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন জায়গায় চেতনা নাশক ব্যবহার করে চুরি ও লুটপাট রোধে বহিরাগতদের তালিকা প্রণয়ন, পুলিশি টহল জোরদার, মাদকের ব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাল্যবিবাহ, উপজেলা পরিষদ এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ, জিরোপয়েন্ট ও বালিকা বিদ্যালয়ের সামনের যানজট নিরসনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়েছে।