লক্ষ্মীপুরে হাসপাতালে র‍্যাব ও ম্যাজিস্ট্রেটের অভিযান
Spread the love

লক্ষ্মীপুরে হাসপাতালে র‍্যাব ও ম্যাজিস্ট্রেটের অভিযান

 

মুকিতুর রহমান

লক্ষ্মীপুরের রামগঞ্জে তিনটি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সাথে নিয়ে আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

এসময় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে র‍্যাব এর একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।

অভিযানে রামগঞ্জ বাইপাস সড়কের আল ফারুক হসপিটাল ৫০ হাজার টাকা, নিউ লাইফ (হলি হোপ হসপিটাল) ১লাখ টাকা ও আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ও পরিক্ষা নিরীক্ষা, ডেঙ্গু পরিক্ষায় (সিবিসি) সরকারিভাবে নির্ধারিত টাকার অতিরিক্ত টাকা নেয়ার কারনে হসপিটালগুলোতে অভিযান চালানো হয়। এছাড়া রামগঞ্জ উপজেলার পানপাড়ার একটি মাঠে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাইফুল আমিন ও র‍্যাব- ১১ নোয়াখালী সিপিসি-৩ এসপি গোলাম মোর্শেদ আলমসহ র‍্যাব এর একটি টিম উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031