জঙ্গলে নিয়ে ধর্ষণ,১২ ঘন্টার ব্যবধানে গ্রেফতার -২
মো: সোহেল রানা, গাজীপুর
জঙ্গলে নিয়ে ধর্ষণ, ১২ ঘন্টার ব্যবধানে গ্রেফতার-২
গণধর্ষণের ঘটনায় ১২ ঘন্টার ব্যবধানে দুই ধর্ষণকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা পুলিশ। গত সোমবার সকালে মহানগরের সদর থানাধীন তরৎপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর মহানগরের সদর থানাধীন সামন্তাপুর দক্ষিণপাড়া এলাকার আব্দুল মজিদ তালুকদারের ছেলে মোঃ সাহেব (২৩) ও একই এলাকার মোকসেদ আলীর ছেলে মোঃ কামরুল হাসান(২০)। ধর্ষণের ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগরের সদর থানা পুলিশ।
জিএমপি’র সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক জানান, ধর্ষিতার স্বামী এবং মাসহ তারা সদর থানাধীন সামান্তপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। গত রবিবার মধ্যরাতে ধর্ষিতা ও তার স্বামীকে গ্রেফতারকৃত আসামী সাহেব ও কামরুল হাসান কথা আছে বলে বাসা থেকে ডেকে সদর থানাধীন তরৎপাড়া এলাকার গভীর জঙ্গলে নিয়ে যায়। পরে ধর্ষণকারীরা ধর্ষিতার স্বামীর গলায় সামুরাই ধরে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়েরের ১২ ঘন্টা ব্যবধানে গত সোমবার আসামীদের গ্রেফতার করা হয়েছে।