সখীপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ এ মাঠ দিবস অনুষ্ঠিত
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন এ
২০২৩-২০২৪ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর(সোমবার) উপজেলার গড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ মাঠ দিবস এর আয়োজন করে সখীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,টাঙ্গাইল।
এসময় ১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিয়ন্তা বর্মন।
এছাড়াও অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ইসমতারা খাতুন, উপসহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মিজানুর রহমান, উপসহকারী কৃষি অফিসার আছমা আক্তারসহ কাকড়াজান ইউনিয়নের প্রায় দুই শতাধিক কৃষক কৃষাণী প্রমুখ।