সালথা থানার সোনাপুর বাজারের রাস্তার বেহাল অবস্থা।
২৬-৯-২০২৩ মঙ্গলবার।
ফরিদপুর জেলার সালথা থানার সোনাপুর বাজারের রাস্তার বেহাল অবস্থা এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যান বহন আসা-যাওয়া করে এমনকি যোগারদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত স্কুলে যাওয়া আসার অনেক কষ্ট হয় বলে ছাত্র-ছাত্রীরা জানান এই রাস্তাটার এমনই অবস্থা যে মানুষ চলাচল করার একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে , বাজারের দোকানদার বলেন বৃষ্টি হলেই রাস্তার মাঝখানে যে বড় বড় গর্ত হয়ে রয়েছে এখানে অনেক পানি জমাট হয়, এবং রাস্তার আশপাশ দিয়ে মানুষ চলাচল করতে অনেক কষ্ট হয় বাজারের সভাপতি ও সেক্রেটারি ও সাধারণ মানুষের দাবি রাস্তাটি দ্রুত মেরামত করে দিলে মানুষ এই দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে তা না হলে বৃষ্টি হলেই দোকানপাট বন্ধ রাখতে হয় বলে দোকান মালিকরা জানান আমাদের এমপি মহোদয় এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত আমাদের এই রাস্তাটা সংস্কার করে দেয়া হয় এবং মানুষ চলাচল করার উপযোগী করে দেয়া হয়, দেখা যাচ্ছে ঠিক রাস্তার মাঝখানে মানুষ মাছ ছেড়ে দিয়ে ছেন, এর আগে দেখেছিলাম এ রাস্তার মধ্যে মানুষ ধান লাগাচ্ছে এতটাই খারাপ হয়ে পড়েছে যে মানুষ তাদের কষ্টের ভাষা বলে শেষ করতে পারছে না নাম না বলার শর্তে অনেকেই বলেন আমাদের রাস্তাটা এতই অবহেলিত যে আমরা বারবার জোর দাবি জানাচ্ছি তাতে কোন কাজ হচ্ছে না আমরা আবারো জোরালো আবেদন করতেছি আমাদের উপজেলা প্রশাসনের দৃষ্টি টা যেন আমাদের রাস্তার প্রতি দিয়ে আমাদের এই দুর্ভোগ থেকে রক্ষা করেন কারণ আমাদের এত কষ্টের কোন ভাবেই বলে শেষ করার মতো না।