আগামী ২৭সেপ্টেম্বর,বুধবার পূর্বহুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন।
চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে প্রাথমিকও গণশিক্ষা প্রকৌশলী বিভাগের অর্থায়নে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ২য়তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমীক ভবনের উদ্বোধন করা হবে আগামী ২৭ সেপ্টেম্বর-২৩ বুধবার সকাল দশটায়।চট্টগ্রাম-১২ পটিয়ার মাননীয় সংসদ সদস্য হুইপ আলহাজ্ব শামশুল হক চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার স্বদয় সন্মতি জ্ঞাপন করেছেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আতিকুল মামুন,হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জনাব শেখ নুরুল ঈমান চৌধুরী, হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু পঞ্চানন চক্রবর্তী, হাবিলাসদ্বীপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব ফৌজুল কবির কুমার,চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকলীগের সভাপতি জনাব নুরুল হাকিম,পটিয়া উপজেলা আওয়ামীলীগ যুগ্ন- সম্পাদক ও হুলাইন এয়াছিন আওলিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব আবু সাহে্ল চৌধুরী,পটিয়া উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদকও হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব নুরুল আলম চৌধুরী, হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবু মৃদুল কান্তি নন্দী,সাধারণ সম্পাদক আবু মোঃ আবছার চৌধুরী প্রমূখ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ে সম্মানীত অভিভাবক মণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল আবছার,নব গঠিত কমিটির প্রাস্তাবিত সভাপতি মোহাম্মদ আলীও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা/সেক্রেটারি মিসেস শামীমা সুলতান মুন্নী বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
ভিউ: ৭৪