চেয়ারম্যান তাজুল ইসলামের নামাজে জানাজা সম্পন্ন , বিভিন্ন মহলের শোক প্রকাশ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
২৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিকেল ৫ টায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাঁহার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মৃত্যু কালে তাঁহার বয়স ৫০ বছর,সাংসারিক জীবনে ২ ছেলে ও ১ মেয়েসহ ৩ সন্তানের জনক তিনি। স্ত্রী,ভাই-বোন, আত্মীয় স্বজন ও দলীয় নেতা কর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে দুনিয়ার মায়া ত্যাগ করেন তিনি।ব্যক্তি জীবনে ২ বার বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন,এবং পশ্চিম বাঁশখালী স্কুল এণ্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তাজুল। তাঁহার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন,স্থানীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়ায় উপজেলা চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোসলেম উদ্দিন মুনছুর,
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম , সদস্য মুজিবুর রহমান চৌধুরী,মাহাফুজুল হক চৌধুরী,নঈমুল হক পারভেজ, মুনির উদ্দিন আহমদ,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও কর্ণফুলী উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বোয়ালকালী পৌরসভা মেয়র জহূরুল ইসলাম জহূর, সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম,বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী,বাঁশখালী থানা অফিসার ইনচার্জ কামাল উদ্দিন (পিপিএম),উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর,,পৌর মেয়র এডভোকেট এস এম তোফায়েল বিন হোসাইন, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী,সাবেক বাঁশখালী উপজেলা যুবলীগের আহবায়ক কাজিম মোস্তফা চৌধুরী কাঞ্চন,
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের
সাবেক যুগ্ম আহ্বায়ক বখতিয়ার উদ্দিন চৌধুরী করিম প্রঃ করিম ভান্ডারী, সাবেক চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব জারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মহিউদ্দিন চৌধুরী খোকা,কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম ,মুজিবুল হক চৌধুরী,কফিল উদ্দিন, জসিম উদ্দিন হাওলাদার,হারুনুর রশিদ চৌধুরী, কায়েস সরওয়ার সুমন, রশিদ আহমদ চৌধুরী, যুবলীগ নেতা আমির আহমদ,আমির হোসাইন মিন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্র লীগ এবং বিভিন্ন রাজনীতির সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের লাশের পাশে দাঁড়িয়ে শেষবারের মতো মুখ দর্শন করেন, চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়নে। এসময় তিনি স্মৃতিচারন করে বলেন,অধ্যাপক তাজুল ইসলাম উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েও যুবলীগ তথা আওয়ামী লীগের যেকোন দু:সময়ে স্ব-শরীরে নেতাকর্মীদের পাশে থেকে রাজপথে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। আবেগ আপ্লুত হয়ে অশ্রুুসজল কন্ঠে (এমপি)
মোস্তাফিজুর রহমান আরো বলেন-অধ্যাপক তাজুল ইসলাম আমার খুবই আদরের ছোট ভাই ছিলো। আমি ওকে খুবই আদর ও স্নেহ করতাম। তার এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কষ্টের। তার চলে যাওয়ায় যুবলীগে এ ইউনিয়নে শূন্যতা তৈরি হবে।ওর জন্য সবাই দোয়া করবেন এবং ওকে সবাই মাফ করে দিবেন।