প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যলয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রেসক্লাব পাইকগাছার প্রতিষ্ঠাতা সভাপতি প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, এ্যাড: সফিকুল ইসলাম কচি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর সভাপতি জি এম শুকুরুজ্জামান।
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন এর উপস্থাপনায় বক্তৃতা করেন, প্রেসক্লাব পাইকগাছা এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মোঃ আব্দুল আলীম, সদস্য মোঃ রাজু আহমেদ। উপস্থিত ছিলেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সদস্য মোঃ হাবিবুর রহমান (মুসা) পুলিশ সদস্য অনুপম, এম সম্রাট, আজিজুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য ওসি মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের মাধ্যমে পাইকগাছা বাসীর উদ্দশ্যে সতর্কবার্তায় বলেন, সম্প্রতি পাইকগাছায় চেতনা নাশক স্প্রো একটি দল সক্রিয় রয়েছে। এজন্য যার যার নিজ এলাকায় অপরিচিত ও সন্দেহজনক কাউকে দেখলে থানাকে অবহিত করবেন। ভাতসহ খাদ্যদ্রব্য ঢেকে রাখা, রাতে ঘুমানোর আগে দরজা জানালা বন্ধ সহ অপরিচিত লোকের দেওয়া কিছু খাওয়া থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।