শ্যামনগরে নিরাপদ খাবার পানির দাবীতে বিক্ষোভ
Spread the love

শ্যামনগরে নিরাপদ খাবার পানির দাবীতে বিক্ষোভ

 

আল-হুদা মালী শ্যামনগর থেকে//

নিরাপদ খাবার পানির দাবিতে বিক্ষোভ করেছে সাতক্ষীরার শ্যামনগর এলাকাবাসী। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের কাছারী ব্রিজ সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ করে তাঁরা।

এসময় বিক্ষোভকারীরা দাবি করেন উপকূলীয় অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা পানির সমস্যা। আজ পানির সমস্যা সমাধানের জন্য এবং নিরাপদ পানির দাবীতে রুখে দাঁড়িয়েছে নারীরা। তুলে ধরছে তাদের পানির সমস্যার জন্য কি ভোগান্তি পোহাতে হয়। যেমন খাওয়ার জন্য নিরাপদ পানির সংকট তেমনি সাথে আছে ব্যবহারের পানির সংকট। প্রতিদিন দূর থেকে এনে তাদের খাওয়ার পানির সংগ্রহ করতে হয়। পানি আনতে গিয়ে অনেক সময় তাদের বিড়ম্বনা এবং ইভটিজিং এর শিকার হতে হচ্ছে। তাদের একটাই দাবি নিরাপদ পানির চাই।

তারা আরো বলেন, মৌলিক চাহিদার মধ্যে খাদ্য আমাদের মৌলিক অধিকারের একটি। সেই খাবারের মধ্যে পানির প্রাধান্য অনেক বেশি। পানির অপর নাম জীবন কিন্তু সেই পানির নিরাপত্তা কোথায়? তারা যে বিশুদ্ধ পানি পান করছে সেটা নিশ্চয়তা কোথা থেকে পাবে?

বক্তারা বলেন, আমাদের এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার কারণে খাওয়ার পানির সংকট অনেক বেশি। যে কারণে আমাদের খাওয়ার পানি সংগ্রহের জন্য অনেক দুর্ভোগান্তি পোহাতে হয়। পরিবারে নারীরা দূর থেকে কলসে করে পানি বহন করে নিয়ে আসে। গোসলের জন্য মিঠাপানির অভাব এবং বাধ্য হয়ে লবণাক্ত পানিতে স্নান করতে হয়। আমাদের একটাই দাবি আমাদের জন্য নিরাপদ খাওয়ার পানির ব্যবস্থা করা হোক এবং মিষ্টি পানির আধার যেভাবে রক্ষা করা যায়, সেজন্য ব্যবস্থা নেয়া হোক।

উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিম উপজেলা আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, সদস্য আনিছুর রহমান মিলন ও স্থানীয় আলেয়া বেগম।

এসএসএসটির সদস্য সাইদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বারসিকের বরসা গাইন, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর সদস্য আলতাপ হোসেন, সিডিও আটুলিয়া ইউনিটের সহ-সভাপতি ইদ্রীস আলী, সদরের বাদশাহ, সাদি, সিয়াম, মুত্তিকী, জামাল, মনি সহ প্রমখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031