![](https://sftvbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কালিয়াকৈরে রাস্তা ধসে গিয়ে বিপাকে পড়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসন এর পশ্চিম পাশে লতিফপুর ব্রীজের পূর্ব পাশ দিয়ে, ঘাটাখালি খালের পাড় ঘেষে উত্তর দিকে রাস্তাটি চলে গেছে টান কালিয়াকৈরের দিকে।রাস্তাটি একটি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এর পাশ দিয়ে অতিক্রম করেছে।আশ্বিন মাসের অবিরাম বর্ষনে, রাস্তাটির বড় একটি অংশ খালের দিকে ধসে যাওয়ার ফলে, রাস্তাটিতে জনসাধারণ এর চলাচল অযোগ্য হয়ে পড়েছে।
সড়ক টি হঠাৎ ভেংগে যাওয়ায় শিক্ষার্থী ও আবাসিক এলাকায় বসবাসরত চাকুরীজীবিদের বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। ফলে অর্থ ও সময়,দুটোই অপচয় হচ্ছে।তাছাড়াও বিকল্প রাস্তায় খালের উপর একটি সরু ব্রীজ আছে।যা দিয়ে শুধু মাত্র রিক্সা ভ্যান অতিক্রম করতে পারে।একবার একদিকের জ্যামে পড়লে। অন্য পাশে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা।
পৌরসভার অধিনে এ রাস্তাটি দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার বাসিন্দা, ভাড়াটে এবং শিক্ষার্থীদের অনেক ক্ষতি হবে বলে স্থানীয় লোকজন মনে করেন।
এ ব্যাপারে পৌরমেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে, ব্যবস্থা গ্রহণ করবেন বলে, বিস্বস্ত সুত্রে জানা গেছে।