বাস মালিক সমিতির অবৈধ চেকপোস্ট আর বেপরোয়া আচরন ?
Spread the love

বাস মালিক সমিতির অবৈধ চেকপোস্ট আর বেপরোয়া আচরন ?

 

(ঝালকাঠি-রাজাপুর)

প্রতিনিধি নুরুজ্জামান খোকন
২৪/০৯/২৩ তাং রোববার দুপুরে বানারীপাড়া উপজেলা থেকে বিয়ের যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র গাড়ি (রিজার্ভ করে) রাজাপুরে আসার পথে মহাসড়কে ছত্রকান্দার, বেরপাশা এলাকায়- ঝালকাঠি বাস মালিক সমিতির চেকপোষ্টে থাকা কথিত গুন্ডা বাহিনী মাহেন্দ্র গাড়ির উপর হামলা চালায় ৷ এতে গাড়ির সামনের গ্লাস সম্পুর্ন ভাংচুর সহ বিভিন্ন ক্ষতি সাধন হয় ৷ এ সময় গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়৷ এহন সন্ত্রাসী কর্মকান্ডে বাধা প্রদান করিলে গাড়ির ড্রাইভারকে বেধে রাখার হুমকি সহ অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ করে ৷
সুকৌশলে চাঁদা উত্তোলন সহ সন্ত্রাসী কর্মকাণ্ড ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। হয়রানির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। পথচারী যাত্রী ও ড্রাইভারগণ কাছে নিরাপত্তা সহ অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

সর্বশেষ খবর

বাস মালিক সমিতির অবৈধ চেকপোস্ট আর বেপরোয়া আচরন ?

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031