পটিয়া বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ।
চট্টগ্রাম পটিয়ার সাবেক মেয়র পটিয়া পৌরসভা বিএনপি’র আহবায়ক জনাব মোঃ নুরুল ইসলাম সওদাগর,পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি বর্তমান পটিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব জনাব মোঃ খোরশেদ আলম,সাবেক ছাত্রদল নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোঃ মাঈনুল আলম ছোটন সহ পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদলে ১৫ জন নেতাকর্মীকে আজকে আদালতে নিয়মিত মামলার হাজিরা দিলে গেলে বিজ্ঞ আদালত তাদের সকলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিলেন। আদালতের নির্দেশ মোতালেব সন্ধ্যায় পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করেন।
এই আকস্মিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পটিয়ার সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক জননেতা জনাব এনামুল হক এনাম,সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ্ব ইদ্রিস মিয়া,চট্টগ্রাম দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।