কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে চায়না দুয়ানি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, কালিয়াকৈর এর আটাবহ, গোসাত্রা এলাকার বিভিন্ন বিলে, চায়না দোয়ানি জাল দিয়ে অবাধে মৎস্য শিকার করে আসছিল পেশাদার ও সৌখিন মৎস্য শিকারি দল।
মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে রবিবার দুপুরে উক্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচশত মিটার এর ছয়টি অবৈধ জাল জব্দ করে মৎস্য দপ্তর।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দকৃত ছয়টি জাল পুরিয়ে বিনষ্ট করা হয়। জাল গুলোর আনুমানিক বাজার মূল্য ১৫০০০ টাকা হবে বলে জানা গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক উপস্থিত এলাকাবাসীকে এই অবৈধ জাল ব্যবহার না করার জন্য সকলকে অনুরোধ জানান এবং উক্ত চায়না জালের ক্ষতিকারক দিক নিয়ে সচেতনতা মূলক আলোচনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কর্মকর্তা মুসলেহ উদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর জুয়েল রানা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান কালিয়াকৈর উপজেলার প্রায় প্রতিটি এলাকাতেই এই চায়না জলের ব্যবহার ব্যাপক হারে বেড়ে গেছে। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য এরকম অভিযান সারা উপজেলায় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।