দুমকীতে মাটি খুঁড়ে ৪’শ পিস ফেনসিডিল উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিনিধি সোহেল:
পটুয়াখালীর দুমকিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এবং জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। শনিবার গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামে একটি বাড়ির বাগানের মাটি খুঁড়ে এগুলো উদ্ধার করা হয়।
আটক দুই মাদককারবারি হলেন, সাতানী গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামের মোহসীন শেখ (৩৮)। আটক ব্যক্তিরা সম্পর্কে শাশুড়ি-জামাই।
সাতানী গ্রামের মোসাঃ আলেয়া বেগম(৫৫) এর নিজ বাড়ির পশ্চিম পাশে কলাবাগানের মধ্যে মাটির নিচে পোঁতা অবস্থায় মাদকদ্রব্য ফেন্সিডিল সংরক্ষণ করিয়া ক্রয়-বিক্রয় করিতেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পুলিশ উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আলেয়া বেগমের স্বামী আব্দুল মন্নান হাওলাদার ও ছেলে রিপন।
উদ্ধার কৃত ফেনসিডিলের আনুমানিক অবৈধ বাজার মূল্য ষোল লক্ষ টাকা । এছাড়াও নগদ বিভিন্ন নোট সম্বলিত মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির নগদ ৬০ (যাঁট) হাজার টাকা জব্দ করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, যে বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার হয়েছে, ওই বাড়ির লোকজন চিহ্নিত মাদক কারবারি এবং তাদের ছেলে রিপনের বিরুদ্ধে আগের মাদক মামলা রয়েছে।পরে তাদের বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে করে কোর্টে সোপর্দ করা হয়েছে।