পাইকগাছায় মেসার্স সামিনা ব্রিকস্ এর মালিকের সংবাদ সম্মেলন
খুলনার পাইকগাছায় মেসার্স সামিনা ব্রিকস্ এর জমি লীজ দিয়ে জমির মালিক মোঃ আলতাব উদ্দীন সরদার প্রতারনা করে অন্যত্র উক্ত জমি লীজ দিয়ে ভাটার প্রতিবন্ধকতা ও বন্ধ করার পায়তারা করার প্রতিবাদে ভাটা মালিক মুনতাসীর মামুন সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার দুপুর ২টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালে বিভিন্ন জমির মালিকদের নিকট হতে ৪৫ বিঘা জমি লীজ নিয়ে মেসার্স সামিনা ব্রিকস্ নামক একটি ইট ভাটা স্থাপন করে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভাটা পরিচালনা করে আসছি। ভাটার লীজকৃত জমির মালিকদের মধ্যে ধামরাইল গ্রামের মোঃ আলতাব উদ্দীন সরদারের ১.৫০ একর জমি আমার সাথে ২০১৯ সালের জানুয়ারী মাসের ১ তারিখ হতে ২০২৮ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত মোট ১০ বছর মেয়াদী লীজ চুক্তিপত্র সম্পাদন করে আমি তার জমিতে ইট ভাটার কার্যক্রম পরিচালনা করছি। উক্ত জমির হারী বাবদ বিঘা প্রতি দশ হাজার টাকা হারে ১.৫০ একর জমির হারী বাবদ প্রতি বছর পঁয়তাল্লিশ হাজার টাকা করে চুক্তি হওয়ায়। উক্ত জমি বাবদ অগ্রিম চার লক্ষ চুরানব্বই হাজার ছয়শত টাকা আলতাব সরদার গ্রহণ করেছেন। তাছাড়াও আমি ইট ভাটার নিয়ম মেনে প্রতি বছর যথা সময়ে সরকারি কর-খাজনা পরিশোধ করে ব্যবসা পরিচালনা করছি। অতি সম্প্রতি আলতাব সরদার উক্ত লীজ দেওয়া জমি আমাকে না জানিয়ে প্রতারণা করে অন্যত্র লীজ দিয়েছেন বলে আমাকে মৌখিক ভাবে জানিয়েছেন। এরপর থেকে মোঃ আলতাব উদ্দীন সরদার ও তার লোকজন আমার ভাটার কাজে বিভিন্ন প্রকার বাঁধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা যে কোনো সময়ে আমার ইট ভাটার বড় ধরনের ক্ষতিসাধণ ও ইট ভাটা বন্ধ করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমতাবস্থায় ভাটার নিরাপত্তার জন্য তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির নিকট আবেদন জানিয়েছেন।