বরিশালে হঠাৎ করেই আড়ৎ আলুশূন্য হয়ে গেছে
Spread the love

বরিশালে হঠাৎ করেই আড়ৎ আলুশূন্য হয়ে গেছে

 

 

এম কে কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি

 

বরিশালে হঠাৎ করেই আলুশূন্য হয়ে পড়েছে আড়তগুলো। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নগরীর ফরিয়াপট্টির আড়তে গিয়ে কোথাও কোনো আলু পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার থেকেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান আলু ব্যবসায়ীরা।

সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পন্য আদা,পিঁয়াজ, রসুন,মরিচ ইত্যাদির দেখা মিলেছে ঠিকই কিন্তু আলুর দেখা মিলেনি

তারা জানান, সরকারের বেঁধে দেওয়া দামে কোল্ডস্টোরেজ মালিকরা আলু বিক্রি করছেন না বলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে মুদি দোকানিরা আলু কিনতে পারেননি। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।অতিরিক্ত দাম দিয়েও বাজারে মিলছেনা আলু।

বরিশাল নগরীর ফড়িয়াপট্টির আড়তদার বাবুল তালুকদার বলেন, দুদিন ধরে বরিশালের আড়তে আলু আনছেন না ব্যাপারীরা। তাই স্বাভাবিকভাবেই আগের রাখা আলু শেষ হয়ে গেছে। সরকার নির্ধারিত দামে আলু না পাওয়ায় ব্যাপারীরা আলু কিনছেন না। তাই আমার আড়তও শূন্য। কবে এ সমস্যার সমাধান হবে তাও বলতে পারছি না। এমনিভাবে চলতে থাকলে আলুর বাজার অস্থিতিশীল হয়ে পড়বে।

ভূঁইয়া বানিজ্যালয়ের আড়তদার বাচ্চু ভূঁইয়া বলেন, এখানকার বেশিরভাগ ব্যাপারী মুন্সিগঞ্জের। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রিতে স্থানীয় আড়তদাররা অপারগতা প্রকাশ করলে তারা এখান থেকে চলে যান। এ অবস্থায় হিমাগারে দাম নির্ধারণের দাবি জানাচ্ছি।

একাধিক আলুর ব্যাপারী ও আড়তদার জানান, রাজশাহী বা মুন্সিগঞ্জের কোনো কোল্ডস্টোরেজ থেকে সরকার নির্ধারিত ২৭-২৮ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে না। বর্তমানে কোল্ডস্টোরেজ মালিকরা ব্যাপারীদের কাছে যে দাম চাচ্ছে তাতে পরিবহন ও শ্রমিক খরচসহ কেজি প্রতি ৪০ টাকা খরচ হয়ে যাবে। পাশাপাশি দাম বেশি নিলেও কম দাম উল্লেখ করে ভাউচার দিতে চান কোল্ডস্টোরেজের মালিকরা। ব্যাপারীরা এতে রাজি হচ্ছেন না। বাজার নিয়ন্ত্রণে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালালেও ব্যাপারীদের ক্রয় রসিদ দেখে চলে আসছেন। কারণ ব্যাপারীরা বলছেন অধিক দামে আলু কিনতে হয়। কোল্ডস্টোরেজের মালিকরা কৃষক ক্ষতিগ্রস্ত হবেন বলে সরকারি রেট মানছেন না। এমন পরিস্থিতিতে আলু সরবরাহ ঠিক না থাকায় আড়তশূন্য হয়েছে।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, আলু নেই যে তা নয়, সরবরাহ কম। তবে তা দু-একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যদি আলুর সরবরাহ কমে যায় তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে কার্যকরী পদক্ষেপ নেবো।কোল্ডস্টোরেজগুলোতে কেন্দ্রীয়ভাবে আমাদের অভিযান চলছে। বাজারে সরবরাহ ঠিক রাখতে ব্যাপারী, আড়তদার, ব্যবসায়ীদের নিয়ে সভা করেছি। খুব শীগ্রই বাজারে আলুর সমাগম ঘটবে আর তাছাড়া বাজারে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না।

সর্বশেষ খবর

বরিশালে হঠাৎ করেই আড়ৎ আলুশূন্য হয়ে গেছে

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031