নওগাঁ মান্দায় রেডক্রস- রেডক্রিসেন্ট মৌলিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত,
নওগাঁ মান্দায় আজ ০৩ পরানপুর ইউনিয়নের পরানপুর উচ্চ বিদ্যালয় কক্ষে সকাল ১০ঘটিকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর আয়োজনে রেডক্রস রেটক্রিসেন্ট মৌলিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আঃ ওয়াহেদ আলী প্রধান শিক্ষক পরানপুর উচ্চ বিদ্যালয় এর সঞ্চালনায় এবং বাবু রামজীবন মৈত্র,সভাপতি পরানপুর উচ্চ বিদ্যালয় এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অব: এস এম ব্রহানী সুলতান মামুদ গামা। নির্বাহী সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহফুজুর রহমান উজ্জল চেয়ারম্যান ০৩ পরানপুর ইউনিয়ন পরিষদ মান্দা,মোঃ আবু তালেব প্রামাণিক উপাধাক্ষ পরানপুর কামিল মাদ্রাসা,ULO রেডক্রিসেন্ট নওগাঁ ইউনিটের কর্মকর্তাও পরানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দসহ উপস্থিত ছিলেন।
ভিউ: ৬৮