শান্তিগঞ্জে খেলাফত মজলিসের ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল
মোঃ তাজিদুল ইসলাম, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের শান্তিগঞ্জে খেলাফত মজলিসের ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডে এ মিছিল ও সমাবেশ করছে দলটি।
নির্দলীয় সরকারের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দমন, আলিম-উলামাদের মুক্তির দাবি, ডারউইন তত্ত্ব শিক্ষা নীতির সংস্করণসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিস।
খেলাফত মজলিসের শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাও. নূরুল ইমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. রশিদ আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি অধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাও. সোয়াইবুর রহমান, সহ-সভাপতি মাও. খলিল আহমদ, সাধারণ সম্পাদক মাও. নূরুল ইসলাম, পৌর শাখার সভাপতি মাও. আলী খান, সাবেক ছাত্রনেতা মনোয়ার হোসেন ও শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাও. ওলিউজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাও. মুহিববুল হক শিবলু, জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আইন উদ্দিন, শান্তিগঞ্জ খেলাফত মজলিসের সহ-সভাপতি মাও. শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাও. সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. আবদুল লতিফ, বাইতুল মা’ল সম্পাদক মাও. আনোয়ার হোসাইন ও সমাজ কল্যাণ সম্পাদক ক্বারি হোসাইন আহমদ প্রমুখ।