জীবননগর-উথলীর পথসভায় হাশেম রেজা 
Spread the love

জীবননগর-উথলীর পথসভায় হাশেম রেজা 

 

জিল্লুর রহমান মধু ও আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা

 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার অপেক্ষায় আছে চুয়াডাঙ্গা-২ আসনের জীবননগর ও দামুড়হুদা উপজেলাবাসী। সাধারণ জনগণের উপচেপড়া ভিড়ে জীবননগর উথলীর পথসভায় উপরোক্ত মন্তব্য করে জননেতা হাশেম রেজা আরও বলেন, আমি খুবই আনন্দিত।

এ জনপদের সাধারণ খেটেখাওয়া মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ভালোবাসেন এবং আমাকেও ভালোবাসেন। তবে শুধু ভালোবাসলেই হবে না। সামনে দ্বাদশ সংসদ নির্বাচন। আমাদের এখন সব ধরনের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে যেতে হবে। গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার আহ্বান বাস্তবায়নে রাজপথে থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

তাহলেই দেশের উন্নয়নধারা অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন। দেশের উন্নয়নে শেখ হাসিনা যা কিছু করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারেনি।

তিনি দেশকে বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন বাংলাদেশকে। মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, উড়াল সড়ক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ নির্মাণ করেছেন ফোর লেন ও এইট লেনের সড়কও।

গতকাল শনিবার জীবননগরের উথলী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবেল মণ্ডল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য হাশেম রেজা।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, নাটুদা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জসীম উদ্দিন মেম্বার, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফ উদ্দিন, সহসভাপতি আইনুদ্দিন মেম্বার, উথলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরফরাজ উদ্দিন, বদরগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক জিএস নাসির উদ্দিন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাহাবুল হক, রাঙ্গিয়ারপোতা মানব কল্যাণ সোসাইটির নির্বাহী পরিচালক সাদ্দাম হোসেন, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ মোল্লা প্রমুখ।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আলামিন, শাহাবুদ্দিন খান, আশরাফুল, জাহিদুল ইসলাম।

ছাত্রলীগ নেতা জেবার উপস্থাপনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, শফিউদ্দিন মাস্টার, বাবুল আক্তার, আহাদ আলী, শরিফ উদ্দিন, আব্দুল আলিম, আলম বিশ্বাস, অলিয়ার মণ্ডল, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম, কবীর হোসেন, যুবলীগ নেতা রবি, নবাব, রাশেদ, শাকিল, সাব্বির, জিয়া, সবুজ, জহুরুল, কানু, পিন্টু, শাহীন, মিল্টু, দেলোয়ার, আজিম, ছাত্রলীগ নেতা রঞ্জু, আল আমিন হোসেন, রকি, সৌরভ প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031