
ছাতকে আলম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ছাতকের আলম সমাজ কল্যাণ সংস্থার চরমহল্লার উদ্যোগে বিনামূল্যে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলার চরমহল্লা ইউপির আশাকাচর পয়েন্টে ৩০ জাতের ২০০০ হাজার চারাগাছ বিনামূল্যে বিতরণ করা হয়। চরমহল্লা আলম সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক শাহ আলম এর আর্থিক সহযোগিতায় চরমহল্লা ইউনিয়নের প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় ২০০০ চারাগাছ ফল, বনজ, ঔষধী রোপনের জন্য দেওয়া হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা কৃষি অফিসার মিল্লাত হোসেন, উপস্থিত ছিলেন দারুল উলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান, চরমহল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ও ছাতক অনলাইন প্রেসক্লাব’র সহ সভাপতি অজিত দাস, মাওলানা আব্দুর রশিদ সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন, কোরআন তেলাওয়াত করেন হাফিজ হারুনুর রশিদ।
বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন ছাতক উপজেলা কৃষি অফিসার মিল্লাত হোসেন,