বরিশালে দিবারাত্রি বজ্রসহ বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে বরিশাল নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
Spread the love

বরিশালে দিবারাত্রি বজ্রসহ বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে বরিশাল নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

 

এম কে কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি

 

বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রায় ওয়ার্ডের রাস্তাঘাট।দেশজুড়ে প্রবল বর্ষণে গতকাল রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। বরিশালে গত ২৪ঘন্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পূর্ণিমার কারণে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় শহরে ও গ্রামে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

হঠাৎ করে অতি ও টানা বৃষ্টির কারণে বরিশাল শহরের ৭০ ভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। বরিশাল সিটি কর্পোরেশনের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরের পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় পানিবন্ধী হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। ফলে নগরের কয়েক হাজার জনগনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।নগরীর করিমকুটির, গোরস্থান রোড, মানু মিয়া লেন, মুনসুর কোয়াটার,অক্সফোর্ড মিশন রোডসহ প্রায় সব সড়কে হাঁটুপানি জমে গেছে।

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঢোকা পানি বিভিন্ন পাত্র দিয়ে সরানো চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এতে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘরের মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। এক দিকে কীর্তনখোলা নদীতে জোয়ারের পানি, অন্য দিকে টানা বৃষ্টির পানিতে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

পাকা আউশ ও আমনের বীজতলাসহ কৃষকের বিভিন্ন ধরনের ফসলের মাঠ পানিতে ডুবে আছে। তবে কৃষি বিভাগ আশা করছে যেহেতু জোয়ার ভাটার কারণে পানি দীর্ঘস্থায়ী না হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। বরিশাল শহরের প্লাবিত এলাকার ভেসে গেছে পুকুর, হ্যাচারিসহ বিভিন্ন জলাশয়ের মাছ।জোয়ার ও বিরামহীন বৃষ্টির পানিতে তলিয়ে গেছে গ্রামের কাঁচা-পাকা ঘরবাড়ি, রাস্তাঘাট,মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান।


 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930