নওগাঁ মান্দায় রাস্তা বন্ধের কারণে, মানবেতর জীবন-যাপন গ্রামবাসীর
নওগাঁ মান্দায় ইনায়েতপুর সুইচগেট থেকে মোল্লার বাড়ি পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের খাল খননের অতিরিক্ত মাটি গ্রামের একমাত্র চলাচলের রাস্তার উপর রাখায় রাস্তা ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে ফলে বিপাকে গ্রামবাসী।
স্হানীয় সুত্রে জানা যায় খুদিয়াডাঙ্গা সুইচগেট থেকে পার -ইনায়েতপুর কায়াবেকী বিল পর্যন্ত খাল রহেছে।
খালটি খননের পর সংষ্কার না হওয়াই খালটি ভরাট হয়ে যায়। ফলে কৃষকের পানি মজুত না থাকায় ফসল হুমকির মুখে পড়ে, পানি উন্নয়ন বোর্ডপুনরায় খালটি খননের উদ্যেগ নিয়ে খনন করেন। খননের সময় ইনায়েতপুর থেকে মোল্লার মসজিস পর্যন্ত অতিরিক্ত মাটি খালের পাশের রাস্তায় উঠিয়ে তা আর অপসারণ করেন নাই পানি উন্নয়ন বোর্ড। পরবর্তীতে এলাকাবাসীর অনুরোধে পানি উন্নয়ন বো র্ডের কর্মকর্তা ও স্হানীয় চেয়ারম্যান নিজস্ব রাস্তা সংষ্কারের বাজেট না থাকায় জনগন নিজ দ্বায়িত্বে রাস্তা সংস্কারের অনুমতি দেন এবং উদ্বোধন করে আমের গাছের চারা রোপন করেন।
অথচ কিছু অসাধু ব্যাক্তি কারণে থেমে গেছে রাস্তা সংষ্কারের কাজ। ফলে এলাকার হাজার লোকের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় মানবেতর জীবন যাপন করছে এলাকা বাসী। তাদের জমিতে উৎপাদিত ফসল বাজারে নিতে না পারায় বাড়িতে ধান ফুটে যেতে দেখা যায় এবং ব্যাবসায়ীদের ও কৃষকের পন্য সামগ্রী আনা নেওয়ার সমস্যার কারণে এলাকাবাসীর দাবি সরকারের দ্রুত উদ্বেগ নেওয়া অথবা স্বেচ্ছাশ্রমে গ্রামবাসীর রাস্তার কাজ করার অনুমতি প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এই এলাকায় বিভিন্ন শ্রেণীর -পেশার মানুষ বসবাস করেন। যোগাযোগ ব্যবস্থা না থাকায় তারা মানবেতর জীবন যাপন করছে। এমনকি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
এলাকার গ্রাম চিকিৎসক আতায়ার রহমান,ফরিদুল ইসলাম, আলাউদ্দিন হোসেন,আজাহার আলী ও সেলিনা বেগম এর সাথে কথা বলে জানা যায়,গ্রামের একমাত্র রাস্তাটা চলাচলের অনুপযোগি থাকায় কৃষি পন্য,উৎপাদিত কৃষিপন্য,ব্যাবসার মালামাল,চিকিৎসা সেবা সহ নানামুখি সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন তারা, তাই তাদের রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানায়।
এছাড়া গ্রামবাসী রাস্তা সংস্কার উদ্যোগকে সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড জানান,নিজেদের কোন অর্থ বরাদ্দ না থাকাই গ্রামবাসীর সংস্কার প্রস্তাবে স্হানীয় চেয়ারম্যান কে সাথে নিয়ে সহমত দিয়ে কাজের অনুমতি প্রদান করেছি। তবে কেন কি কারণে বন্ধ রয়েছে কাজটি আমাদের জানা নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।