কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নি*হত।
গতকাল বিকেলে কালিয়াকৈরের ট্রেন রাস্তা দিয়ে হাটার সময় পিছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় কালিয়াকৈর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শ্রী মানিক সরকার নিহত হয়েছে।
নিহত ছাত্র বামন্দহ গ্রামের গনেশ সরকারের ছেলে, মানিক সরকার কালিয়াকৈর ডিগ্রী কলেজের বিএম শাখার প্রথম বর্ষের একজন নিয়মিত ছাত্র ছিল। গতকাল আনুমানিক ৬.৩০ মিনিটে বঙ্গবন্ধু হাইটেক রেল স্টেশনের পূর্ব পাশে বঙ্গবন্ধু হাইটেক সিটির মাঝামাঝি স্থানে, রেল লাইনের উপর দিয়ে হেটে যাওয়ার সময়, উত্তরবংগ গামী ট্রেনে ধাক্কা লেগে, পাশের জংগলে ছিটকে পরে মৃত্যু হয়। দুর্ঘটনার খবর জানাজানি হলে কালিয়াকৈর থানা পুলিশ লাশটি তাদের হেফাজতে নিয়ে যায়।
ভিউ: ১২২