নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ
Spread the love

নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ

নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সাবেক ইউপি সদস্য মো. সোলায়মান আলীকে মারধরসহ তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে খুন জখমের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। গত (১৬ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার ৩নং পরানপুর ইউপির পরানপুর দক্ষিণপাড়া গ্রাম এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো.সোলায়মান আলী তার পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করিয়া মান্দা থানা ১০ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, মো.আফসার আলী সরদার, মো.আব্দুল আলিম, মো. হেলাল সরদার, মো.লায়েব আলী সরদার, মো.মকবুল আলী সরদার, মো.দেলোয়ার ঠাকুর, মো.আব্দুল হাকিম ঠাকুর, মো.আবু তাহের, মোঃ. হোসাইন, মোঃ. আনোয়ার হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো.সোলাইমান আলীর পরানপুর মৌজার পৈতৃক সম্পত্তি খতিয়ান নং ১৮ হাল দাগ নং ১৯৬০ ও ১৯৬৬, তে প্রাপ্ত ১০ শতক ইজমালী সম্পত্তি বিবাদী আফসার আলী গং জবর দখল করে ৫ শতক জমি অন্যত্রে বিক্রি করেন। এ বিষয়ে ভুক্তভোগী সোলাইমান আলীর সরদার জানান‌ পৈত্রিক সূত্রে অংশীদার অনুযায়ী মোট ৫টি খতিয়ানে ১০২ শতক সম্পত্তি আমার প্রাপ্য। কিন্তু পুরন রয়েছে মাত্র ৭৪ শতক জমি। এখনো ২৭ শতক জমি আফসার ও লায়েব গংদের মধ্যে পাওনা রয়েছে। এই সম্পত্তি বুঝে পাওয়ার জন্য দীর্ঘ ছয় মাস ধরে স্থানীয় ৪ জন সার্ভেয়ারের মাধ্যমে জরিপে কাজ শেষে হয়েছে ইতিমধ্যে। যা গত ১৬ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত সম্পত্তি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও, সম্পত্তি হাত ছাড়া হওয়ার হয়ে যাওয়ার ভয়ে বিবাদী আফসার ও লায়েব গং অকথ্য ভাষায় গালিগালা করে সালিশি পরিবেশ নষ্ট করে। এতে বাধা প্রদান করলে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আমাকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে এ সময় প্রাণের ভয়ে পালিয়ে বাড়িতে আশ্রয় গ্রহণ করি। এ সময় তারা দলবদ্ধ হয়ে বেআইনি জনতা আমার বাড়ির সামনে এসে প্রকাশ্যে আমাকে ও আমার পরিবারের সদস্যদের মিথ্যে মামলায় ফাঁসানো সহ প্রাণনাশের হুমকি প্রদান করে।
তবে বিবাদী আফসার ও লায়েব গং হুমকি ধামকি ও মারধরের ঘটনা অস্বীকার করেছেন। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728