আন্দোলন সফলতা নিয়ে সন্দিহান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ;আগে প্রয়োজন নিজেদের গ্রুপিং সামলানো
Spread the love

আন্দোলন সফলতা নিয়ে সন্দিহান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ;আগে প্রয়োজন নিজেদের গ্রুপিং সামলানো

 

অভ্যন্তরীণ কোন্দল, গ্রুপিং ও দল-উপদলে বিভক্তির কারণে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এ পরিস্থিতিতে দলের কেন্দ্র ঘোষিত সরকার বিরোধী ও সরকারের পদত্যাগের একদফা দাবি আন্দোলন কর্মসূচির সফলতা নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

তারা মনে করছেন, দল না গুছিয়ে আন্দোলনে নামলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি।

অন্যদিকে বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের অবস্থাও খুব একটা ভালো নেই নেই চট্টগ্রাম দক্ষিণ জেলায় ।

 

আধিপত্য বিস্তার, পদ-পদবী নিয়ে অন্তর্কলহ, ভোটের রাজনীতিতে জোট শরিকদের সঙ্গে ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বসহ নানা সমস্যায় জর্জরিত ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ফলে বিএনপি যেমন আন্দোলনের সফলতা নিয়ে চিন্তিত, আওয়ামী লীগও তাদের মোকাবেলা করা নিয়ে শঙ্কিত।
একই সঙ্গে সর্বগ্রাসী দ্বন্দ্বে নিজেদের অস্তিত্ব সংকটের আতঙ্কে রয়েছে সরকারি দল।

তৃণমূল রাজনীতির খোঁজ-খবরে চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় কোন্দল, নেতায় নেতায় দ্বন্দ্ব, দলের চেয়ে ব্যক্তিস্বার্থের প্রাধান্য, প্রভাশালী কেন্দ্রীয় নেতার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ও স্বেচ্ছাচারিতার কারণে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে স্থানীয় বিএনপিতে।

ফলে দলটির ঘোর সমর্থকরাও মনে করেন, সরকারবিরোধী আন্দোলন সফল করা তো দূরের কথা, নিজেদের কোন্দল মেটাতেই হিমশিম খেতে হবে বিএনপিকে।

মাঠ পর্যায়ের নেতারা জানান, গত ২০১০ সালে সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছিলো সাবেক মন্ত্রী বাশখালীর সাবেক একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ম

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930