নোয়াখালীতে সানফ্লাওয়ার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নোয়াখালী সদর উপজেলা সানফ্লাওয়ার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন প্রায় ৪০/৫০ জন গ্রাহক।অভিযোগ কারিরা বলেন। সানফ্লাওয়ার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী তে আমাদের কে বিভিন্ন মিথ্যা আশা দিয়ে বীমা করার উৎসাহীত করেন।আমরা বীমা করার পর সঠিক ভাবে অফিসে কিস্তি জমা করি।এবং বীমার মেয়াদ শেষ হবার পরে জানতে পারি আমাদের কে মিথ্যা এবং ভুড়া রিসিট দেওয়া হয়েছে আমাদের একাউন্টে সঠিক ভাবে টাকা জমা হয়নি। পরবর্তী অফিস কে হুমকি দেওয়ার পর। অফিসের কর্মচারী মো: ফারুক ভুড়া রিসিট এর টাকা গ্রহক কে দিতে বাধ্য হয়।পরবর্তী আবার গ্রহক এর সিগন্যাচার নকল করে নতুন করে বীমা করে। তাঁরা নিজেদের কমিশন আদায় করে।এবং গ্রহকের মুল টাকা থেকে টাকা কেটে নেওয়া হয়। এবং গ্রহকের বীমার মেয়াদ ৩/৪ বছর আগে শেষ হলেও গ্রহক এখন চেক পাচ্ছে না।এবং গ্রহককে বিভিন্ন ভাবে হয়রানি করেছে।
উক্ত অভিযোগ পাওয়ার পর এস এফ টিভি সাংবাদিক মো:আলাউদ্দিন নোয়াখালী জেলা সানফ্লাওয়ার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী অফিসে গিয়ে ম্যানেজার মো: সুমন সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন। সানফ্লাওয়ার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী তে আমি আর চাকরি করবো না। এবং আগামীকাল থেকে অফিস করবো না।কোম্পানি পান্ডে টাকা নেই। এবং অফিসের সবাই নিজের স্বার্থের জন্য গ্রহণ এর সঙ্গে বিভিন্ন প্রতারণা করে আসছে। এর আগে ও গ্রহক অফিসে তালা দিয়েছে। আমার কিছু করার নেই।