সখীপুরে প্রবাসীর বাড়িতে টিন কেটে দুর্ধর্ষ চুরি
খাঁন আহম্মেদ হৃদয় পাশা রিপোর্টারঃ
টাঙ্গাইলের সখীপুরের কচুয়া পূর্বপাড়া গ্রামে সৌদি আরব প্রবাসী আবদুল মজিদের বাড়িতে টিন কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতের পরে চেতনানাশক স্প্রে ব্যবহার করে এ ঘটনা ঘটানো হয় বলে জানা যায়।প্রবাসী আবদুল মজিদ জানিয়েছেন, আজ ভোর আনুমানিক পাঁচটার দিকে আমার মা তার ঘর থেকে উচ্চ আওয়াজে কাঁদতে থাকলে আমি দেখার জন্য যাই। গিয়ে দেখি মা-বাবা এবং ছোট বোন যে ঘরে থাকেন সে ঘরের দরজার পাশে টিন কাটা। জিনিসপত্র এলোমেলো। তখন বুঝতে পারি চুরি হয়েছে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমার কেনার টাকা আমার বাবার কাছে জমা ছিল। আমার আম্মার কাছে গরু বিক্রির টাকা ছিল। স্বর্ণের বিভিন্ন অলঙ্কার ছিল। দুইটি দামি মোবাইল, স্বর্ণালংকারসহ মোট আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এই প্রবাসী জানিয়েছেন। তাছাড়া আমার মা-বাবা এবং বোনকে অসুস্থ অবস্থায় সখীপুরে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মজিদ বলেন, এই চুরির সাথে এলাকার কেউ না কেউ অবশ্যই জড়িত রয়েছে। কারণ, চোর আমার ঘরে না গিয়ে মা-বাবার ঘরে গিয়েছে। তারা জানতো ওই ঘরে টাকা আছে। এ ঘটনায় দুপুরের আগেই তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।