নিজস্ব ডাক্তার ও ডিপ্লোমাধারী নার্স না থাকলে বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা।
Spread the love

নিজস্ব ডাক্তার ও ডিপ্লোমাধারী নার্স না থাকলে বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা।

মোহাম্মদ হেকমত আলী মন্ডল জেলা প্রতিনিধি পঞ্চগড়

২১ সেপ্টেম্বর ২০২৩রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সিভিল সার্জন অফিস, কনফারেন্স রুমে পঞ্চগড় জেলার সকল বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এর মালিকগণের সাথে
স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিবিধ বিষয় ও ডেঙ্গু নিয়ে মতবিনিময় শোভা অনুষ্ঠিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোস্তফা জামান চৌধুরী সিভিল সার্জন পঞ্চগড় ।রেজিস্টার্ড চিকিৎসক ও ডিপ্লোমাধারী নার্স না থাকলে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেরবিরুদ্ধে ব্যবস্থা বলেন ডাঃ মোস্তফা জামান চৌধুরী সিভিল সার্জন পঞ্চগড়। উক্ত অনুষ্ঠানে,
আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার আধুনিক সদর হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ সহ জেলার সকল বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্বাধিকারী গন এ সময় সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী বলেন বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সরকারি নিয়ম নীতি মেনেপরিচালনা করতে হবে ।এবং সকল প্রতিষ্ঠান কে স্বাস্থ্যসেবা ১০০% নিশ্চিত করতে হবে। আরো বলেন বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার গুলো তদারিতি করার জন্য কয়েকটি মনিটরিং টিম গঠন করা হবে। মনিটরিং টিম বেসরকারি প্রতিষ্ঠানগুলো মনিটরিং করবে। যেগুলো ক্লিনিক ডায়গনস্টিক সেন্টার নিয়ম-নীতির মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবং যে সমস্ত বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে ভবনের সমস্যা আছে তাদেরকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা সংস্কার করার জন্য ।অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সিভিল সার্জন। অন্যান্য বক্তাগণ সিভিল সার্জন এর এমন উদ্যোগকে সাধুবাদ জানান । সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোস্তফা জামান চৌধুরী । সর্বশেষে সকলকে ধন্যবাদ এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করার সম্মতি জ্ঞাপন করেন সিভিল সার্জন পঞ্চগড়।

সর্বশেষ খবর

নিজস্ব ডাক্তার ও ডিপ্লোমাধারী নার্স না থাকলে বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা।

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031