ছাতকে কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
ছাতকে কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২০ শে সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের ১০০ নং কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ কয়েছুর রহমানের সভাপতিত্বে,সহকারী শিক্ষক মিশন দত্তের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন এসএমসি’র সভাপতি মোঃ সজিদুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএসসি’র সহ সভাপতি মোঃ সাহেব আলী। উপস্থিত ছিলেন মোঃ রাসেল মিয়া,আজাদ মিয়া,শাবানা বেগম,নাজিম উদ্দিন,আফিজ মিয়া, ছোটো মিয়া,কবির আহমদ,সালমা বেগম প্রমুখ।বক্তারা বলেন-শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ অন্যন্য চাহিদা পূরণের জন্য শিক্ষাবন্ধব সরকার বিভিন্ন বরাদ্দ দিয়ে যাচ্ছেন। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি মায়েদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। মা সমাবেশ প্রতিটি বিদ্যালয়ে আয়োজন করার প্রয়োজন। এতে সন্তানদের শিক্ষিত করতে মায়েদের ভূমিকা সম্পর্কে আরো সচেতন হবেন তারা। ফলে আমরা শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হবো।মা সমাবেশ এর আলোচনা পর্ব শেষে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশিত হয়।